কেওয়াছড়া বাগানে ৫ বছরের ভিক্ষুক কিশোরীকে ধর্ষণের চেষ্টা, জনতার হাতে ধর্ষক আটক

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

কেওয়াছড়া বাগানে ৫ বছরের ভিক্ষুক কিশোরীকে ধর্ষণের চেষ্টা, জনতার হাতে ধর্ষক আটক

Manual3 Ad Code

মোঃ আফজালুর রহমান চৌধুরী :: সিলেট নগরীতে এক ভিখারি শিশুকে (১০) অপহরন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে আলাজুল (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলাজুল সিলেট জেলার গোয়াইনঘাট থানার রাণীগঞ্জ গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।

Manual8 Ad Code

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কেওয়াছড়া চা বাগানের ৩নম্বর সেকশনের বাংলো টিলা এলাকায় ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর আম্বরখানা মসজিদের সামন থেকে ভিক্ষা করা অবস্থায় রফিকুল ইসলাম ওরফে আলাজুল বেশি টাকা ভিক্ষা দেওয়া ও ঘুরানোর প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে। এরপর বিমানবন্দর থানার কেওয়াছড়া চা-বাগানের ৩নম্বর সেকশনের বাংলোর টিলার ওপর নিয়া যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিকিৎকার দিলে স্থানীয় লোকজন ও চা-বাগানের শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে আলাজুলকে আটক করে ও শিশুটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির অভিভাবক বাদী হয়ে বিমানবন্দর থানায় ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা করেছেন। থানার মামলা নম্বর-৫২।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..