সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে আলোচিত রায়হান হত্যাকান্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই (বরখাস্তকৃত) আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রায়হানের মা সালমা বেগম। রবিবার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
জানা গেছে, গতকাল রায়হানের মা সালমা বেগম, চাচা ও মামাতো ভাই পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে আকবরকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানান সালমা। পুলিশ সুপার ফরিদ উদ্দিন রায়হানের মাকে সান্ত্বনা প্রদান করেন এবং ন্যায়বিচার নিশ্চিত হবে মর্মে আশ্বস্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান জানান, ‘রায়হানের মাকে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা এবং রায়হানের শিশু সন্তানের জন্য উপহারসামগ্রী প্রদান করেছেন।’
উল্লেখ্য, রায়হান আহমেদ নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। গত ১০ অক্টোবর রাতে তাকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ওসমানী হাসপাতালে। পুলিশ দাবি করে, রায়হান ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন। কিন্তু তার পরিবারের থেকে দাবি করা হয়, পুলিশের নির্যাতনে মারা গেছেন রায়হান। তার স্ত্রী হত্যা এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা করেন। সিলেট জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রধান অভিযুক্ত এসআই আকবরকে গেল ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরও তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd