সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে এক যুবকে মারধরের কারণে এলাকাবাসীর সাথে আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকাবাসীর বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন রোগীর দুইটি মোবাইল ফোন চুরি হয়। সে খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। এসময় হাসপাতালে পেশার পরীক্ষা করতে আসা একজন যুবককে এক পুলিশ সদস্য নাম জিজ্ঞাসা করেন। তখন যুবক নাম বলতে অপরাগতা প্রকাশ করলে তার উপর চড়াও হয়ে এক পুলিশ লাঠি দিয়ে আঘাত করে বলে জানা যায়।
ভুক্তভোগী যুবক বলেন, আমাকে একজন পুলিশ লাঠি দিয়ে পেটের মধ্যে আঘাত করে নাম জিজ্ঞেস করেন। এসময় আমাকে আঘাত করলে নাম না বলায় এক পুলিশ আমাকে লাঠি দিয়ে আঘাত করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, মোবাইল চুরির খবর পেয়ে সেখানে পুলিশ যায়। এ সময় ভুল বোঝাবুঝির কারণে একটু সমস্যা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা সেটি মীমাংসার জন্য বসেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd