সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সিএনজিচালিত অটোরিকশাগুলোতে গ্রিল লাগানোর নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। আজ মঙ্গলবারের (১০ নভেম্বর) মধ্যে সব অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকে গ্রীলহীন কোনো অটোরিকশা মহানগর এলাকায় চলতে দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবারের মধ্যে সব অটোরিকশায় গ্রিল লাগানোর জন্য বলা হয়েছে। বুধবার থেকে রাস্তায় সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানো পাওয়া না গেলে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৬/৪ ধারা লঙ্গন আইনে পুলিশ মামলা দায়ের করবে। এজন্য পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করবে বলে জানান তিনি।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সিলেট মহানগর এলাকায় গত ৬ নভেম্বর থেকে সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর জন্য মাইকিং করে প্রচারণা চালিয়ে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd