সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে লাখো মুসল্লির অংশগ্রহণে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উলামা পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেট নগরের কোর্ট পয়েন্টে এ সমাবেশের আয়োজন করা হয়।
জামেয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতমিম ও শায়খুল হাদীস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি এ কর্মসূচির ডাক দেন। সমাবেশে নগরীর বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা মিছিল সহকারে যোগ দেন। একপর্যায়ে নগরের কোর্ট পয়েন্ট বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
কোর্ট পয়েন্ট থেকে পশ্চিমে সুরমা টাওয়ার, পূর্বদিকের রংমহল টাওয়ার আর জিন্দাবাজার মোড় মিলিয়ে প্রায় পৌনে এক কিলোমিটার এলাকাজুড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে একে একে বড় বড় মিছিল আসতে থাকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায়। চারদিকে শুধু মানুষ আর মানুষ। এ সময় মুসল্লিদের হাতে ফ্রান্সের পণ্য বর্জন ও প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদী লেখা সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।
আল্লামা মুহিবুল হক গাছবাড়ির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা ইউসুফ সাহেব, শাইখুল হাদীস হরিপুর মাদরাসা, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুহসিন আহমদ কৌড়িয়া, মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হিলাল আহমদ হরিপুর, মাওলানা ক্বারি হারুনুর রশীদ চতুলি, মাওলানা আবুল হুসাইন চতুলি, মাওলানা আব্দুল গাফফার রায়পুরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আহমদ সগির, মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী ও মাওলানা আব্দুস সুবহান কাজিরবাজারি প্রমুখ।
সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না। আল্লাহ, নবি (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। সে আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবেন। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও ফ্রান্সের পণ্য বয়কট করার দাবি জানান।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা মোড়ে গিয়ে শেষ হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd