সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ ভূষিত হয়েছেন সুনামগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন নাহার রুমা।
গত রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জ সদর উপজেলার হাওড়পাড়ের ছিন্নমুল ও দরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও ঝরে পড়া ঠেকাতে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে অবদান রাখায় এই পদক পাচ্ছেন ইউএনও রুমা।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন নাহার রুমা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন বার্তাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। ইউএনও ইয়াছমিন নাহার রুমা বলেন, এই পদক আমার কাজের গতি ও দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছরের মার্চের শেষ সপ্তাহে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। কিন্তু এ বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে নির্দিষ্ট সময়ে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়নি, যা গত রবিবার প্রকাশ করলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd