সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
সিলেট :: হকার্সদের পুনর্বাসনের দাবি ও রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হকার্সদের মালামাল ফেরত এবং হকার্সদের মারধরের প্রতিবাদে সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ২টায় বিক্ষোভ মিছিলটি সাবরেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যান পরিষদের সভাপতি মো. রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিপু আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা রকিবুল আলম, সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম, সহ সভাপতি মো. চান মিয়া, সহ সভাপতি মো. শাহজাহান সাজু, সহ সভাপতি মো. রুহুল আমীন রুবেল, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি জানে আলম, সহ সভাপতি মো. আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. মতিন আহমদ, সহ সাধারণ সম্পাদক পিয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাত জাহান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাহিন আহমদ, মো. মনু মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. কাবুল মিয়া, অর্থ সম্পাদক মোঃ রফিক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক মোঃ ফকির হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রুমন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কিবরিয়া আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তারেক আহমেদ, মোঃ আবু সালাম, মোঃ কিতাব আলী, মোঃ হাছান, মোঃ খলিল মিয়া, মোঃ ফয়সাল আহমদ, মোঃ সাজু, মোঃ একরাম উদ্দীন, মোঃ গেদু মিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিনের রোজগার দিয়ে আমাদের সংসার চলে। সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী ৫ পরে ব্যবসা করার কথা থাকলেও আমরা সন্ধার পর ব্যবসায় বসি। এরপরও রাতের অন্ধকারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আমাদের হকার্সদের বিনা অপরাধে মারধর ও মালামাল নিয়ে যান, যা খুবই দুঃখজনক। যদি দ্রুত আমাদের পুনর্বাসন ও মালামাল ফেরত না দেওয়া হয় আগামীকাল থেকে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd