গোয়াইনঘাটের যুবক সালেহ হত্যা মামলার আসামিদের জামিন নামঞ্জুর, হাজতে প্রেরণ

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

গোয়াইনঘাটের যুবক সালেহ হত্যা মামলার আসামিদের জামিন নামঞ্জুর, হাজতে প্রেরণ

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় নিহত যুবক সালেহ আহমদ হত্যা মামলার ৫ আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সিলেট আমল গ্রহনকারী ১০ নং আদালত।

Manual8 Ad Code

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ১ লা নভেম্বর (রবিবার) সিলেট আমল গ্রহনকারী ১০নং আদালতে নিহত যুবক সালেহ আহমদ হত্যা মামলার ৫ আসামিকে জামিনে জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। বিজ্ঞা আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত অক্টোবর মাসের ২৯ তারিখ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামে পৈত্রিক জমিতে মরিচের চারা রোপণের সময় উক্ত জমি অবৈধ দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলায় শিকার হয়েছিলেন মামলার বাদী লেঙ্গুড়া গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী এবং নিকট আত্মীয় দুই কিশোরীসহ ১০/১২জন মহিলা। আহতদের মধ্যে লেঙ্গুড়া গ্রামের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী হানিফা বেগম, মঈন উদ্দিনের স্ত্রী তেরাবান বিবি,মৃত বশির উদ্দিনের স্ত্রী নেওয়ারুন,সেলিমের স্ত্রী রুমানা বেগম, ইসলাম উদ্দিনের মেয়ে এবারুন নেছা,মঈন উদ্দিনের মেয়ে রাশিদা বেগমসহ আরো ৬ জন। উক্ত ঘটনায় আহতরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকাবস্থায় ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উক্ত ঘটনায় জড়িত ৫ জনকে গোয়াইনঘাট থানা পুলিশ আটক করে। ধৃতরা হলেন, লেঙ্গুড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মকদ্দস মিয়া (৬০) ও মছব্বির আলী (৭০), একই গ্রামের মশ্রব আলীর ছেলে কামরুল ইসলাম (২০), শুক্কুর আলীর ছেলে রাজীব মিয়া (২০) এবং মছব্বির মিয়ার ছেলে ফখরুল ইসলাম (২০)। ওই ৫ আসামিকে গোয়াইনঘাট থানা পুলিশ আটকের পরপরই রাত ৮ টার দিকে মামলার বিবাদী পক্ষের লোকেরা বাদী পক্ষের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে হামলা চালিয়ে মানুষজনকে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বসতঘর ভাংচুর ও লোপাট চালায়। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট থানা পুলিশের অর্ধশতাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। রাতের হামলায় গুরুতর আহত হয়েছিলেন জালাল উদ্দীনের ছেলে সালেহ আহমদ, কবির আহমদ, শাহাব উদ্দিন,জালাল উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম ও মাসুক মিয়ার ছেলে জাবেল আহমদ। উক্ত হামলার ঘটনায় গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে মাসুক আহমদ বাদী গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মাসুক আহমদের অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় একটি মামলা রুজু করা হয়। যাহার -নং ৩২ তারিখ ৩০(১০)২০২০ইং। ৩০ অক্টোবর (শুক্রবার) সকালে উক্ত মামলার এজাহার নামীয় ধৃত ওই ৫ আসামিকে কোর্টে প্রেরণ করে গোয়াইনঘাট থানা পুলিশ। অপর দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জালাল উদ্দীনের ছেলে সালেহ আহমদ মৃত্যু বরণ করেন। ৩১ অক্টোবর (শনিবার) বিকালে ময়নাতদন্তের পর সালেহ আহমদের মৃতদেহ তার বাড়ীতে পৌঁছে। ওইদিন বাদ মাগরিব সালেহ আহমদের দাফন সম্পন্ন করা হয়।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, উক্ত মামলার এজাহার নামীয় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..