সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিকাশের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডলসহ তিন জনকে রংপুরের সিআইডি পুলিশ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেফতার করেছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়াস্থ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং কালে পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস এসব কথা বলেন।
সিআইডি জানায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে এক ভুক্তভোগির দায়ের করা মামলার তদন্ত করে গিয়ে সিআইডি পুলিশ বিকাশের প্রতারক চক্রের সন্ধান পায়।
তারা জানতে পারে মুলত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরে প্রতারক চক্রের মুল ঘাঁটি। এখান থেকে সারা দেশে তারা প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন তথ্যের উপর ভিত্তি করে সিআইডির এস আই এস আই আহসান উল্লাহর নেতৃত্বে একটি দল ফরিদুপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওড়া এলাকা থেকে প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডল, আব্বাছ হোসেন ও ফিরোজ গাজিকে গ্রেফতার করা হয়।
সিআইডির পুলিশ সুপার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। তবে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্ক এর সাথে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করা যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd