সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: বৃহত্তর জৈন্তা সিএনজি মালিক সমবায় সমিতির সভাপতি নুরুল হক সমিতির কাছে পদত্যাগ পত্র দাখিল করেছেন। তিনি সিলেটের নম্বরবিহীন সিএনজির আলোচিত টোকেন বিক্রেতা নুরুল হক উরফে টোকেন নুরুল। তিনি এবার জৈন্তা সিএনজি মালিক সমবায় সমিতির কাছে অব্যাহতির জন্য আবেদন করেছেন। এ নিয়ে সমিতির সদস্যদের মধ্যে দেখা দিয়েছে নানাবিধ প্রশ্ন। শুরু হয়েছে আলোচনার ঝড়। হঠাৎ করে টোকেন নুরুলের এমন সিদ্ধান্ত নিয়ে সিএনজি মালিকসহ সমিতির সদস্যদের মধ্যে হইছই শুরু হয়েছে।
সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট সড়কে প্রায় তিন হাজার অবৈধ রেজিস্ট্রেশনবিহীন (নম্বরবিহীন) সিএনজি চালিত অটোরিক্সা বিশেষ টোকেনের মাধ্যমে দেদারছে চলাচল করছে। মাঝেমধ্যে প্রশাসনের অভিযানে দু’চারটি নম্বরবিহীন অটোরিক্সা আটক হলেও অদৃশ্য কারণে অভিযানগুলো থেমে যায়! ফলে এই তিন সড়কে নম্বরবিহীন অটোরিক্সা চলাচলে বাধা থাকছে না কোথাও।
সরেজমিন অনুসন্ধানে উটে আসে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার তিন সড়কের টোকেন বাণিজ্যের প্রদান নুরুলসহ সিন্ডিকেটের কয়েকজনের নাম।
জানা গেছে, এই তিন সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সার সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশী। আর অবৈধ গাড়িগুলো চলছে বিশেষ টোকেন’র মাধ্যমে। টোকেন বাণিজ্য করে মাসে লাখ লাখ ও বছরে কোটি টাকারও বেশি হাতিয়ে নিচ্ছে এই সিন্ডিকেট। অবৈধ এই কর্মকান্ডের বিরুদ্ধে এ্যাকশন নিতে সাহস যেন কারই নেই!
টোকেন সিন্ডিকেট প্রদানের নাম নুরুল হক উরফে টোকেন নুরুল। সে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিপাড়া গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র। এই প্রদানের ইশারায় এই তিন সড়কে দীর্ঘদিন দিন থেকে চলছে নম্বরবিহীন অটোরিক্সা। পরিচিতি শুধু টোকেন।
জানা যায়, এই সড়কগুলোতে রেজিস্টেশনবিহীন অটোরিক্সা চলতে প্রতিটি সিএনজি অটোরিক্সাকে প্রতি মাসে কিনতে হয় ১৫শ’ টাকার টোকেন। আদায়কৃত এই চাঁদা থেকে নম্বর ও রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচলের জন্য বিআরটিএ এবং প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করা হয়ে থাকে বলে বিশ্বস্থ একটি সূত্র তা নিশ্চিত করেছে।
নুরুলে এক বিশ্বস্ত লোকের সাথে আলাপ কালে তিনি বলেন, নুরুল এর সাথে প্রায় প্রতিদিন বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা দেখা করেন আপনারও একদিন চলে আসুন। ব্যবস্থা একটা হবে! এরকম কিছু অসাধু সাংবাদিকদের ম্যানেজ করেই চলছে নুরুলের টোকেন বাণিজ্য।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd