সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
সিলেট :: সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আনম বশির উল্লাহ বলেছেন, রোটারিয়ানরা সমাজের জন্য যে কাজ করে যাচ্ছেন তা সমাজের অনেক উন্নয়নে কাজে লাগছে। সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে রোটারিয়ানদের কাজে লাগালে দেশ অনেকটা স্বনির্ভর হবে। রোটারিয়ানদের যদি দেশের বিভিণœ উন্নয়ন প্রকল্পে কাজে লাগানো যায় এদেশ অনেক দূর এগিয়ে যাবে। গত শনিবার রাতে সিলেট নগরীর দরগা গেইটে রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আনম বশির উল্লাহ।
রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সির চাটার্ড সভাপতি অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সিসিক) আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার, রোটারী গর্ভনর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, প্রকৌশলী এমএ লতিফ, রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বারের নবনির্বাচিত সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ই্ইউ শহিদুল ইসলাম শাহীন, প্রফেসর বদরুল ইসলাম, রোটারিয়ান ফয়সল আহমদ বাবলু, গ্রোগ্রাম চেয়ারম্যান নাজিম উদ্দিন শাহান, রোটারিয়ান কয়েছ আহমদ সুমন, আবদুল আহাদ সুমন প্রমূখ।
বক্তারা আরো বলেন, একটি রোটারী পরিবারে সবধরনের মানুষ থাকেন। তারা যেকোন প্রকল্প হাতে নিলেই সেটি সোনা হয়ে যায়। তাই এখন সময় এসেছে রোটারীয়ানদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নেওয়ার। তাদের কাছ থেকে পরামর্শ নিলে অনেক কিছুই জানা যাবে। যা দিয়ে সমাজের অনেক উন্নয়ন ত্বরান্বিত হবে। পরে রাতে রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্স্রির স্মরনিকার মোড়ক উম্মোচন করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd