সেলাই মেশিন পেলেন গোয়াইনঘাটের ১১ গরীব-দুস্থ মহিলা

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮


Manual8 Ad Code

ফারুক আহমদ,গোয়াইনঘাট থেকে : রুস্তুমপুর ইউনিয়নের খাইরাই গ্রামের আছমা বেগম নামের একজন মহিলা জানালেন, তিনি তিন সন্তানের জননী। স্বামীর অসুস্থতার কারণে বছর খানেক পূর্বে তিনি তার নিজের ব্যবহৃত সেলাই মেশিনটি বিক্রি করে দেন। এ অবস্থায় অনেকটা কর্মহীন হয়ে পড়েন তিনি। শামসুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন পাওয়ায় তার আয়ের একটি পথ সুগম হয়েছে। এজন্য তিনি ফাউন্ডেশন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আছমা বেগমের মতো এ রকম আরো ১০ জন মহিলা সেলাই মেশিন পেয়ে অনুরুপ অনুভূতি ব্যক্ত করেন।

Manual1 Ad Code

সোমবার দুপুরে খাইরাইয়ে জান্নাত ট্রেডিংয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়। শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি সুফি সুহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শামসুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী মুহিব উদ্দিন চৌধুরী, প্রবাসী তাজউদ্দিন, শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান, কলামিস্ট এম.এ জব্বার, রস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন সমাজসেবী ফারুক আহমদ, নজরুল ইসলাম, পালশ ভদ্র, ইসমাইল আলী প্রমুখ।

অনুষ্ঠানশেষে ১৫০ জন গরীব-দুস্থ মহিলার মধ্যে খাদ্য সামগ্রী এবং অন্য একজনের হাতে একটি টিউবওয়েল তুলে দেয়া হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..