সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটে কারাগারে থাকা বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাৎ আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ পন্থা অবলম্বন করা হবে। তবে বন্দিরা যাতে নিজের স্বজনদের সাথে কথা বলতে পারেন, সে জন্য মোবাইলের ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, বর্তমানে উপসর্গহীন অনেক করোনারোগী ধরা পড়ছেন। এ বিষয়টিকে শঙ্কা হিসেবে দেখছে কারা কর্তৃপক্ষ। করোনাক্রান্ত উপসর্গহীন কোনো ব্যক্তি কারাগারে থাকা বন্দির সাথে দেখা করতে এলে করোনাভাইরাস কারা অভ্যন্তরে ছড়াতে পারে।
এ দিক বিবেচনা করে কারা কর্মকর্তা, কারারক্ষী ও বন্দিদের সুরক্ষায় কারাগারে বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে গেল কয়েকদিন ধরে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।
তিনি বলেন, ‘আপাতত বন্দিদের সাথে স্বজনরা দেখা করতে পারবেন না। যতোদিন লকডাউন থাকবে, আমরা কারা অধিদফতর থেকে পরবর্তী নির্দেশনা না পেলে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই অবস্থা বলবৎ থাকবে।’
আব্দুল জলিল আরো বলেন, ‘বন্দিরা যাতে স্বজনদের সাথে কথা বলতে পারেন, সেজন্য মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগার-১ ও সিলেট কেন্দ্রীয় কারাগার-২ মিলিয়ে ফোনবুথ আছে ৫টি। প্রত্যেক বন্দি সপ্তাহে একদিন মোবাইলে নিজের স্বজনের সাথে সর্বোচ্চ ৫ মিনিট কথা বলার সুযোগ পাচ্ছেন।’
বর্তমানে সিলেটের কারাগারে প্রায় ২৭০০ বন্দি রয়েছেন বলেও জানান এই কারা কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd