সুনামগঞ্জে এমপি রতনকে নিয়ে স্ট্যাটাস, সাংবাদিক কারাগারে

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

সুনামগঞ্জে এমপি রতনকে নিয়ে স্ট্যাটাস, সাংবাদিক কারাগারে

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে এমপি’র মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস লেখায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মাহতাব উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (৪ মে) রাত ২টায় সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি বেসরকারি টেলিভিশন এসএ টিভির জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।

মামলাটি করেন ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা বেনুয়ার হোসেন খান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Manual8 Ad Code

গত সোমবার রাত ১২টার দিকে জেলার ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

জানা যায়, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন আটক হয়েছেন এমন একটি পোস্ট দেন ফেইসবুকে। এমন মিথ্যা গুজবে জেলাব্যাপী এমপি রতনকে নিয়ে আলোচনায় চলে রাতভর।

পরে রাতেই ধর্মপাশা থানায় তাকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এবং সদর থানা পুলিশের সহায়তায় শহরের তার নিজ বাসা থেকে সক্ষম হয়।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বাদী মামলার এজাহারে অভিযোগ করেছেন যে মাহতাব উদ্দিন তালুকদার সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করে পোস্ট দিয়েছেন। এ ধরনের মিথ্যাচারে সাংসদের সম্মানহানি হয়েছে।

ওসি বলেন, মামলা দায়েরের পর বিষয়টি তাঁরা সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশকে জানান। পরে সদর থানার পুলিশ ধর্মপাশা থানার পুলিশের সহায়তায় আসামিকে গ্রেফতার করে।

মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, আসামিকে আজ বুধবার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদ মিয়ার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

সাংবাদিক মাহতাব উদ্দিনকে গ্রেপ্তারে উদ্বেগ

Manual2 Ad Code

সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও সাধারণ সম্পাদক এ কে এম মহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার সন্ধায় এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মাহতাব উদ্দিন সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য নয়। তারপরও তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটিতে আমরা উদ্বিগ্ন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে মিথ্যা পোষ্ট দিয়েছেন। এ ঘটনায় ধর্মপাশা থানায় মামলা হয় সোমবার রাত ১২টায়। এরপর রাত দুইটায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহর থেকে তাকে গ্রেপ্তার করে। কিন্তু মাহতাব উদ্দিন দাবি করেছেন, তিনি সংসদ সদস্যকে নিয়ে কোনো পোষ্ট দেননি। সোমবার রাতে তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। প্রায় ছয়ঘণ্টা পর তিনি আরেকজনের সহায়তায় সেটি উদ্ধার করেন। পরে তিনি নিজেই তার ফেসবুকে বিষয়টি জানিয়েছেন।

যেহেতু মাহতাব উদ্দিন দাবি করছেন তিনি এটি করেননি, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল তাহলে বিষয়টির তদন্ত হতে পারত। সামাজিকভাবেও নিষ্পত্তির সুযোগ ছিল। আমরা বিষয়টির সঠিক তদন্ত চাই। একজন সংসদ সদস্যের সুনাম ক্ষুন্ন করার জন্য ইচ্ছাকৃত কোনো উদ্যোগ হলে সেটিও বিচার চাই। একই সঙ্গে মাহতাব উদ্দিন যাতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।
এ দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনে সভাপতি পঙ্কজ কান্তি দে এবং সাধারণ সম্পাদক এ কে এম মহিম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..