জকিগঞ্জে ৫৭০ বস্তা সরকারি চাল লুট, আটক ৫

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

জকিগঞ্জে ৫৭০ বস্তা সরকারি চাল লুট, আটক ৫

Manual6 Ad Code

এনামুল হাসান, জকিগঞ্জ :: হতদরিদ্রদের জন্য নেওয়া ১০ টাকা কেজির খাদ্যবন্ধব কর্মসূচির চাল অন্যত্র দোকানে বিক্রির চেষ্টাকালে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পাওয়া যায়নি।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় ট্রাকভর্তি চালের বস্তাগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বস্তা প্রতি ৩০ কেজি ওজনের ৫৭০ বস্তা চাল কসকনকপুর নিয়ে যাওয়ার কথা ডিলার আব্দুল মুকিতের। কিন্তু পথেমধ্যে আরেকটি দোকানে চাল নামানোর ঘটনায় জনতার রোষানলে পড়তে হয় ওই পরিবেশককে। এক পর্যায়ে জনতা উত্তেজিত হয়ে চালের গাড়িতে লুটপাট করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এএসপি সার্কেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে পৌছেন।

Manual6 Ad Code

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করে বলেন, চালের গাড়িসহ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি প্রেসনোট দিয়ে জানিয়ে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, খাদ্য বন্ধব কর্মসূচূীর আওতায় ১০ টাকা কেজির চাল মিলারের কাছ থেকে ডিলার নিয়ে আসেন। কিন্তু দু:খজনক হলেও সত্য প্রশাসন, পুলিশ, উপজেলা খাদ্য কর্মকর্তা কেউ এ খবর জানেন না।

তিনি বলেন, উপজেলার কসকনকপুরের ডিলার আব্দুল মুকিত, মানিকপুরের খলিলুর রহমান এবং বারঠা্কুরীর হোসেন আহমদ। ডিলারদ্বয় নির্দিষ্ট স্থানে চাল না নামিয়ে অন্যত্র নামান। জনতা বিষয়টি আঁচ করতে পেরে উত্তেজিত হয়ে লুটপাত শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালের গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। আর কতবস্তা চাল লুট হয়েছে, তারও হিসাব করা হবে।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, ডিলার উনার দোকানে চাল নামালে সমস্যা ছিল না। কিন্তু অন্যদোকানে নামানো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর কাউকে না জানিয়ে আনার কারণে রাস্তায়ও অন্যত্র গাড়ি লোড করে ফেলতে পারতেন। এটা অপরাধ করেছেন। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

Manual4 Ad Code

স্থানীয়রা এ ‍বিষয়ে বলেন, চালের গাড়িটি কসকনকপুর না গিয়ে কালিগঞ্জ একটি দোকানে নামাতে দেখে জনতা ঘেরাও করেন। এসময় উত্তেজিত জনতা লুটপাটও করেছেন। খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে চালের গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং জড়িত ৫ জনকে আটক করে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..