হোম কোয়ারেন্টিনে যেমন কাটছে আশরাফুল-মুশফিকদের দিন

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

হোম কোয়ারেন্টিনে যেমন কাটছে আশরাফুল-মুশফিকদের দিন

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ব্যতিক্রম নয় বাংলাদেশও। হোম কোয়ারেন্টিনে রয়েছেন দেশের ক্রীড়াবিদরা। এর মাঝেও নিজেদের সুস্থ ও সবল রাখতে সচেষ্ট রয়েছেন তারা।

Manual6 Ad Code

সর্বোপরি গৃহবন্দি থেকে কীভাবে কাটছে তাদের দিন? এটিই এখন মহামূল্যবান প্রশ্ন। সেই প্রশ্নের জবাব দিতে সামান্য প্রয়াস চালানো হলো।

নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য মোহাম্মদ আশরাফুল। তবে দেশের ঘরোয়া লিগ খেলে যাচ্ছেন তিনি। করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টিনে রয়েছেন লিটল মাস্টার। প্রাণঘাতী এ ভাইরাস সম্পর্কে সচেতন থাকতে সবাইকে পরামর্শ দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনিও হোম কোয়ারেন্টিনে আছেন। সেই অবস্থাতেও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। ট্রেডমিলে বাসায় নিয়মিত অনুশীলন করছেন তিনি। ফিটনেস ধরে রাখার ব্যাপারে কোনো আপস নেই তার। আলসেমি তাকে কখনও স্পর্শ করে না।

করোনা আতঙ্কে ভুগছেন নারী ক্রিকেটার জাহানারা আলমও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। তবে নিজেকে ফিট রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন পেস অলরাউন্ডার।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..