আ’লীগ ধর্মীয় মূল্যবোধকে বিশ্বাস করে: কানাইঘাটে ওয়াজ মাহফিলে নাদেল

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

আ’লীগ ধর্মীয় মূল্যবোধকে বিশ্বাস করে: কানাইঘাটে ওয়াজ মাহফিলে নাদেল

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামীলীগ ধর্মীয় মূলবোধ কে বিশ্বাস করে বলে আলেম উলামাদের সব সময় সম্মান দিয়ে থাকে। কিন্তু রাজনৈতিক ভাবে ফায়দা হাসিলের জন্য একটি মহল আওয়ামীলীগ ধর্ম বিরোধী দল বলে অপ-প্রচার করে থাকে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের জন্য অনেক ভাল কাজ করে গিয়েছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আলেমদের নিয়ে চলতেন এবং ইসলামী মূল্যবোধ বজায় রাখতে সে সময় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও আইন করে মাদকে লাইসেন্স বন্ধ করে ছিলেন। তিনি টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা বরাদ্ধ সহ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌমি মাদ্রাসার স্বীকৃতি সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের জন্য বেতন ব্যবস্থা চালুর চিন্তা সহ ইসলামের জন্য অনেক ভাল করে যাচ্ছেন।

Manual6 Ad Code

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবাইকে এগিয়ে আসার আহŸান জানান। শফিউল আলম চৌধুরী নাদেল বুধবার বিকেল ৪টায় কানাইঘাট মহিউস-সুন্নাহ সাতবাঁক চরিপাড়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি অত্র মাদ্রাসার উন্নয়নে তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারী উদ্যোগে সব ধরনের সহযোগীতার আশ^াস প্রদান করেন।

Manual2 Ad Code

মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী সহ বিশিষ্ট আলেম উলামাগণ ওয়াজ মাহফিলে ধর্মীয় বয়ান পেশ করেন। এ সময় শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজু ইবনে হান্নান খান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ছাত্রলীগ নেতা রেজওয়ান এইচ মিনু প্রমুখ। ওয়াজ মাহফিলের পূর্বে শফিউল আলম চৌধুরী নাদেল সাতবাঁক ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরনের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..