সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্ট থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররকৃত মাদক কারবারিরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে সুজন মিয়া (৩৪) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর গ্রামের সোনাহর আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (২৮)।
বুধবার (২২ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd