সিলেটে নগর এক্সপ্রেসের ধাক্কায় লেগুনা খাদে, নারী নিহত

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

সিলেটে নগর এক্সপ্রেসের ধাক্কায় লেগুনা খাদে, নারী নিহত

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের শহরতলী চামিলাবাগে নগর এক্সপ্রেসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে কুলসুমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় চামিলাবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  নিহত কুলসুমা সিলেটের বটেশ্বরের মোলাইটিলা এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষনিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেন।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের বটেশ্বরগামী একটি লেগুনাকে পিছন থেকে আসা নগর এক্সপ্রেসের একটি যাত্রীবাহী টাউন বাস ধাক্কা দিলে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে উলটে যাওয়া লেগুনার যাত্রী কুলসুমা বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আর পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

Manual7 Ad Code

ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে যায়। বিক্ষোভ চলাকালীন সময়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..