সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২১৫ কার্টন সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১টায় ঢাকা থেকে সিলেট আসা বিমানের একটি ফ্লাইটে আগত এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এগুলো জব্দ করা হয়।
আটককৃত যাত্রী চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ জামশেদ সিকদার।
কাস্টমস সূত্র জানায়, জামশেদ সিকদারের সঙ্গে থাকা দুটি লাগেজ স্ক্যানিংকালে সিগারেট বলে সন্দেহ হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খোলা হলে ২১৫ কার্টন Esse Special Gold/Esse Lights/Mond সিগারেট পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, সিলেটের ওপরপুরের জনৈক নুরজামানকে সিগারেটগুলো পৌঁছে দেওয়ার জন্য তিনি নিয়ে আসেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd