গোয়াইনঘাটের রাধানগর- লুনি সড়কে ভয়াবহ গর্ত: দূর্ঘটনায় আহত ৩

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

গোয়াইনঘাটের রাধানগর- লুনি সড়কে ভয়াবহ গর্ত: দূর্ঘটনায় আহত ৩

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের রাধানগর- লুনি সড়কের জাফলং চা বাগান এলাকায় ব্রিজ নির্মানের জন্য সড়কটির মাঝখানে গর্ত করা হয়েছে।

Manual7 Ad Code

ঠিকাদার প্রতিষ্টানটির পক্ষ থেকে নাম মাত্র পার্শ্ব সড়কে হলেও ব্রিজ নির্মানের জন্য গর্ত করা স্থানটি বন্ধ করা হয়নি কিংবা কোন নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়নি। যে কারণে জনসাধারণ,পথচারী কেউই এ গর্ত সমন্ধে অবহিত নয়।

Manual1 Ad Code

ইতিপূর্বে এই  স্থানে ভয়াবহ দূর্ঘটনায় পতিত হয়ে মারাত্মক আহত হয়ে তিন মোটরসাইকেল আরোহী।আহতরা হলেন, জাফলং চা বাগানের বাসিন্দা শিপন রুবেল, জাফলং চা বাগানের স্বারত নায়ক তারা দুইজন বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি আছেন। অপরজন প্রতাপুরের বাসিন্দা দিলিপ তিনি বর্তমানে ভারতে চিকিৎসাধীন অবস্তায় আছেন।

এই স্থানের ব্রিজ নির্মাণস্থলের গর্তের দ্বারা আরও ভয়াবহ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার আশংকা করা হচ্ছে। বিষয়টির দ্রুত সমাধানে গোয়াইনঘাট প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন উপজেলার সচেতন মহল।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..