হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জে পড়া না পারায় তানভিন মিয়া নামে আট বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে লস্করপুর হাফিজি মাদ্রাসার শিক্ষকে নামে। জেলার সদর উপজেলার লস্করপুর গ্রামের হাফিজি মাদ্রাসায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

Manual4 Ad Code

এ ঘটনায় শনিবার শিক্ষার্থীর বাবা মামলা করার পর রাতেই মাদ্রাসা থেকে শিক্ষক মোজ্জাম্মেল হকসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। অপরজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় ছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেন মাদ্রাসাশিক্ষক। এ ঘটনায় শনিবার দুপুরে ছাত্রের বাবা সাহিদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুই শিক্ষককে আটক করে এবং ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় ওই শিক্ষার্থীকে মারপিট করেন শিক্ষক মোজাম্মেল হক। এ ঘটনায় ছেলেটির বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক মোজাম্মেলসহ দুই জনকে আটক করা হয়।

Manual5 Ad Code

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..