সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: একই ব্যক্তির নামে চারটি পরোয়ানা ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গতকাল শনিবার বিকালে ৫ টায় গোয়াইনঘাট থানার এসআই খালেদ বীরকুলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ঐ ব্যাক্তি হলে উপজেলার বীরকুলি গ্রামের মনফর আলীর পুত্র নাসির উদ্দীন (৩৫)।
পুলিশ সুত্রে জানাযায়, গ্রেফতারকৃত মোঃ নাসির উদ্দীন’ র উপরে ৪টি পরোয়ানা ভুক্ত মামলা রয়েছে এবং সে দীর্ঘ দিন থেকে পলাতক আছে। শনিবার বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়ও ফোর্সদের নিয়ে উপজেলার সালুটিকর (এয়ারপোর্টে) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় জানান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ’র দিক নিদের্শনায় এবং সিলেটের সুযোগ্য পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম’র স্বার্বিক তত্বাবধানে অপরাধী ও অপরাধ দমনে থানা পুলিশ স্বার্বক্ষনিক তৎপর রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত মোঃ নাসির উদ্দীন থানা হাজতে রয়েছে আজ কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd