সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সাইট্রাস গবেষণা কেন্দ্রের ভিতর থেকে হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। এসময় মোটরসাইকেল ও চালক উদ্ধার করে স্থানীয় জনতা। ছিনতাইকারিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তির নাম মো. বিলাল হোসেন (২০)। তিনি জাফলং জেলা পরিষদের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী ও গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের রাশেল মিয়ার ছেলে।
জানা যায়, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪টায় তামাবিল থেকে যাত্রী বেশে ২ ছিনতাইকারী ৫শ’ টাকা ভাড়া নির্ধারণ করে মোটরসাইকেল চালক গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. ফেরদৌস (১৭) কে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে নিয়ে আসে। ছিনতাইকারী চক্রের সদস্যরা তাকে উপজেলার গৌরীশংকর হয়ে সাইট্রাস গবেষনা কেন্দ্রের ৮নং টিলায় নিয়ে যায়। এখানে পূর্বে থেকে অবস্থানে থাকা অপর ছিনতাইকারী ৮নং টিলায় পৌছামাত্র মটারসাইকেল চালকে হাত-পা বেঁধে মুখে গামছা পেছিয়ে গবেষণা কেন্দ্রের জঙ্গলে ফেলে দিয়ে মটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে পৌছামাত্র এলাকাবাসীর সন্দেহ হলে সাইকেল আটক করে। এসময় ২ছিনতাইকারী পালিয়ে যায় জনতা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
মোটরসাইকেল চালক মো. ফেরদৌস জানান, পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারী হল নলজুরী এলাকার বিমল চন্দ্র সিংহের ছেলে বিপ্লব চন্দ্র সিংহ (২০)। আরেকজনের নাম জানতে পারেননি তিনি। এঘটনায় ফেরদৌস বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বনিক ছিনতাইকারী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সাইকেলের মালিক লিখিত অভিযোগ দেওয়ার পর পর মামলা হিসাবে রেকর্ড করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd