সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে গরীব ও দুস্তদের মাঝে শীতবস্ত্র ও বিতরণ

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে গরীব ও দুস্তদের মাঝে শীতবস্ত্র ও বিতরণ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫ ঘটিকার সময় বিয়ানীবাজার পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর করের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হকের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ , অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম।

Manual3 Ad Code

এছাড়া সিনিয়র সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, আব্দুল খালিক, বিয়ানীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল ইসলাম, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, পুলিশ এখন আর শুধু থানায় বসে জনগণের কথা শুনেনা। তারা গ্রামেগঞ্জে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়, পাশাপাশি তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চায়। তিনি বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ এখন আর্ত-মানবতার সেবায় এগিয়ে এসেছে। এটা বর্তমান সরকারের দিন বদলের কারণে সম্ভব হচ্ছে। মুজিববর্ষকে সামনে রেখে পুলিশকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার সংকল্পে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, সিলেটের পুলিশ এখন সেবার মানসিকতায় যেকোনো সময়ের চেয়ে বেশি আন্তরিক, মানবিকতার জয়গানে উদ্বুদ্ধ। থানায় সাধারণ মানুষকে হয়রানির তথ্য পাওয়া যায়না। ক্রমান্বয়ে বিশ্বের উন্নত দেশের ন্যায় পুলিশ বাহিনীকে গড়ে তোলা হবে। সমাজে বিত্তবানদের শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে পুলিশ সুপার জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে সাংবাদিকদের প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে বিয়ানীবাজারের আইনশৃংখলা রক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসনকে বেশকিছু নির্দেশনা দেন তিনি।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..