এসএমপির সিআরটি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ চলছে

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

এসএমপির সিআরটি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ চলছে

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে নিজেকে খাপ খাওয়াতে বিভিন্ন কৌশল শেখাতে সিলেট মহানগর পুলিশের এলিট ফোর্স CRT (Crisis Response Team) এর ৩২ জন সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। মেনটরশীপ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান করছেন আমেরিকান প্রশিক্ষক মিস্টার জেমস ওডি ওদেল ও মিস্টার রিকি সিটি চেম্বার।

Manual1 Ad Code

৫ জানুয়ারি থেকে এই মেনটরশীপ প্রোগ্রাম শুরু হয়েছে। চার সপ্তাহ মেয়াদের কোর্সটি আগামী ৩১ জানুয়ারি শেষ হবে।

Manual5 Ad Code

USA Gi Anti Terrorism Assistance (ATA) এর অধীনে CRT এর মেনটরশীপ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। মেনটরশীপ প্রোগ্রামটি সিলেট বিভাগের বিভিন্ন লোকেশনের অবসটাকলে অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে তিন জন টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) আহমেদ পেয়ার, সহকারী পুলিশ কমিশনার  (স্টাফ অফিসার) মেহেদী হাসান শাতিলসহ ৩২ (জন) পুলিশ সদস্যকে নিয়ে গঠিত সিলেট মহানগর পুলিশের এলিট ফোর্স ঈজঞ এর নেতৃত্বে আছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আল মামুন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস মো. জেদান আল মুসা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া যায় সেটার উপর প্রশিক্ষণ নিচ্ছে সিআরটি সদস্যরা। দুজন বিদেশি দক্ষ প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..