সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোলাগঞ্জ ১০ নম্বর সাইট ও রেলওয়ে এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য্য। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আরএনবি সদস্য অংশ নেন।
অভিযানকালে ২৭টি শ্যালো মেশিন এবং ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
এসময় সরকারি কাজে বাধা প্রদান করায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি উপজেলার মোস্তফানগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, ‘পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ অপদখল ও বিনষ্টকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd