শিক্ষকের উপর হামলার ঘটনায় উত্তপ্ত গোয়াইনঘাট

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

শিক্ষকের উপর হামলার ঘটনায় উত্তপ্ত গোয়াইনঘাট

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার দাসের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

Manual8 Ad Code

গোয়াইনঘাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলীর সভাপতিত্বে ও নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিক আহমদের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক নিজাম উদ্দিন, সোহেল আহমদ, পিন্টু চক্রবর্তী,জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, আবদুস শুকুর, আবুল হাসনাত জুয়েল, আসমুন নাহার, প্রধান শিক্ষক আবদুস সামাদ, আবদুল কাদির, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, মাহবুবুল আলম,নাজমুল হক,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।

Manual5 Ad Code

এসময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, চিকিৎসক উপজেলার শিক্ষা সচেতনসহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

মানববন্ধনে শিক্ষকরা অনতিবিলম্বে সন্ত্রাসী হামলায় আহত পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জনের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও উক্ত শিক্ষকের উপর সন্ত্রাসীদের দায়েরকৃ মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। মানববন্ধন শেষে বিক্ষোব্ধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..