ব্রেন টিউমারে নারী ম্যাজিস্ট্রেটের মৃত্যু

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

ব্রেন টিউমারে নারী ম্যাজিস্ট্রেটের মৃত্যু

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার কামরুন্নাহার রিনা মারা গেছেন।

Manual5 Ad Code

কামরুন্নাহার রিনা গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে।

Manual3 Ad Code

তিনি পাংশা উপজেলার স্থানীয় স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) অর্জন করেন।

জানা গেছে, চাকরিতে যোগদানের কিছুদিন পর ২০০৭ সালেই ব্রেন টিউমার ধরা পড়ে কামরুন্নাহারের। এরপর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। তিনবার অস্ত্রোপচারও করেন।

Manual4 Ad Code

সর্বশেষ ২০১৯ সালের ২৮ ডিসেম্বর প্রোটন থেরাপি নিতে ভারতে যান তিনি। ৬ জানুয়ারি চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। অপারেশন সফল না হওয়ায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

Manual7 Ad Code

আগামীকাল শুক্রবার কামরুন্নাহারের মরদেহ বাংলাদেশে আসবে। এরপর প্রথমে তাকে তার কর্মস্থল ফরিদপুরে আনা হবে। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে দাফন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..