অস্ত্র মামলায় রায় প্রকাশ: বিশ্বনাথের ১১ জনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

অস্ত্র মামলায় রায় প্রকাশ: বিশ্বনাথের ১১ জনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার : বিশ্বনাথের পলাউল্লাহ বাজার সংলগ্ন রাস্তার পাশে আওয়ামীলীগ নেতাকর্মীর উপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলায় দায়ের করা অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১১ জনের প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

গতকাল সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক জেসমিন খানম এর রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা সবাই বিশ্বনাথ থানার বাসিন্দা তারা হলেন- রাইতরগাও গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র আব্দুল আজিজ তেরা মিয়া (৩২), কৃষ্ণপুর গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র হাসান মাহমুদ (২৯), লালটেক গ্রামের লিলু মিয়ার পুত্র সুমন মিয়া (২৪), ছোট দিঘলি গ্রামের আব্দুল আহাদের পুত্র আব্দুল মুকিত (৩২), রামেশ্বর গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুল করিম (৩২), পাইকারের গাও গ্রামের রহমান আলীর পুত্র মঞ্জু (২৮), মুন্সিপাড়া গ্রামের আবুল কালামের পুত্র জহির মিয়া (৩৩), দেওকলস গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র সেলিম আহমদ (২৪), বেলাল আহমদের পুত্র রায়হান আহমদ (২৮), পূর্ব দেওকলস গ্রামের আনা মিয়ার পুত্র মনসুর হাসান সুনু (৩২), শান্তিনগর গ্রামের আব্দুর নুরের পুত্র রুমেল আহমদ (২৯)।

রায় ঘোষণার সময় ১০ জন আসামী উপস্থিত ছিলেন। জামিনপ্রাপ্তদের জামিন বাতিল পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলার ৩ নং আসামী সুমন মিয়া (২৪) শুরু থেকেই পলাতক রয়েছেন।

Manual4 Ad Code

ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ১৫ জুন বিকাল ৪টার দিকে বিশ্বনাথের পনাউল্লাহ বাজার সংলগ্ন রাস্তার পাশে মনির মিয়ার দোকানে স্থানীয় আওয়ামীলীগ কর্মী রফিক, সাজু, মনি, কামাল উস্তারসহ কয়েকজন বসে চা খাচ্ছিলেন। হঠাত করেই আসামীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে স্থানীয় লোকজন ও আওয়ামীলীগ কর্মীরা সন্ত্রাসীদের ঘেরাও করলে তারা ২টি রিভলভার, ৫ রাউন্ড গুলি ও কয়েকটি ককটেল ফেলে পালিয়ে যায়। আহতদেরকে চিকিৎসার জন্য থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনায় বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিরা মিয়া বাদী হয়ে ১৬ জুন ২০১৫ ইং বিশ্বনাথ থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে ১৮৭৮ ইং সনের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮, তারিখ ১৬/০৫/২০১৫ ইং। দীর্ঘ তদন্ত শেষে প্রায় ৪ মাস পর মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই লুৎফুর রহমান ১৪/১০/২০১৫ ইং কারিখে ১১ জনকে অভিযুক্ত করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ যুক্তিতর্ক সম্পন্ন হয়। বিচারান্তে আদালত উক্ত আসামীগণের বিরুদ্ধে ১৮৭৮ ইং সনের অস্ত্র আইনের ১৯(এ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি মি: মাসুক আহমদ।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..