সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী নাসরিন আক্তার জোতি এবং নাহিয়া জামান টাপ্তির সমন্বিত দল নিউট্রি চ্যাম্পস ২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৪টি দল নিয়ে ঢাকার লা মেরিডিয়ান হোটেল আয়োজন করা হয় গ্র্যান্ড ফাইনাল। গত ১৫ নভেম্বর থেকে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়।
‘রাঁধি ও খাই, পুষ্টি ভুলি নাই’ স্লোগানকে সামনে রেখে ফিড দ্য ফিউচার ও ইউএসএআইডি’-উজ্জীবন প্রজেক্টের আওতায় এই রান্নার প্রতিযোগিতাটি আয়োজন করে ইউএসআইডির বিভিন্ন প্রকল্প- জনস হপকিন্স সেন্টার ফর, কমিউনিকেশন প্রোগ্রামস, সেইভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ফিশ, এসিডিআই-ভোকা (এলপিআইএন ও আরডিসি), এবট অ্যাসোসিয়েটস এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জীবনের সিইও বন প্যাট্রিক, USAID এর মিশন চিফ ডেরিক ব্রাউন, এসিডিআই-ভোকা এর সিলভিয়া মার্গেট, বেসরকারি টিভি চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ আশিক রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাহিদা জাফরিন তুলিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্বপালন করেন রন্ধনশিল্পী নাহিদ ওসমান, পুষ্টিবিদ আতাউর রহমান, লা মেরিডিয়ানের এক্সিকিউটিভ শেফ শামীমা।
উল্লেখ্য, সিলেট জোন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২টি দলের মাঝে তারা চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে এবং সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd