সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জাফলং থেকে ইয়াবাসহ ফজলু মিয়া (৫২)নামে একজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং এলাকায় অভিযান তকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
গ্রেফতারকৃত ফজলু মিয়া (৫২) গোয়াইনঘাট থানার ছৈলাখেল সাকিনের কমর উদ্দিনের ছেলে। এসময় তার দেহ তল্লাশী করে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । এই ঘটনায় এসআই আব্দুল মান্নান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত ফজলু একজন পেশাদার মাদক ব্যবসায়ী।ইতিপুর্বে সে মাদক সহ একাদিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ইতিমধ্যেই কোর্টে প্রেরন করা হয়েছে।পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়রে নির্দেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd