নগরীর মহাজনপট্টিতে মেঝেতে পা দিয়ে ফুচকা তৈরি

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

নগরীর মহাজনপট্টিতে মেঝেতে পা দিয়ে ফুচকা তৈরি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মহাজনপট্রি এলাকায় নোংরা পরিবেশে আলী এন্টারপ্রাইজ নামে ফুচকা তৈরীর একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্ধদন্ড এবং উৎপাদন বন্ধ করে দেয়া হয়। পরে মেঝেতে প্রস্তুত প্রক্রিয়া বন্ধ করে প্রকৃত মেশিনের মাধ্যমে ফুচকা উৎপাদনের শর্তে কারখানা খোলার অনুমতি দেয়া হয়।

Manual1 Ad Code

এ সময় ফুচকা তৈরীর কারখানায় আতরের মতো সুগন্ধী জাতীয় বোতল পাওয়া যায়। এজন্য ওই প্রতিষ্ঠানকে আরো ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায় কালিঘাটের পেঁয়াজের বাজারে। সেখানে মজুদ থাকা পেঁয়াজে তারিখ না থাকায় প্রদীপ পালের দোকানে ২৫শ’ টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

একই ভাবে ভেতরে নোংরা পরিবেশ থাকায় মহাজনপট্টির হোটেল জাহাঙ্গীরকে ৬ হাজার টাকা, রাজন স্টোরকে ২ হাজার টাকা, আল মদিনাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার মেট্টো’র সহকারী পরিচালক মো. ফায়জুল্লাহ ও জেলার সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। যোগাযোগ করা হলে সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, আমরা অভিযোগ পেয়েছিলাম মেঝেতে পা দিয়ে ফুচকা তৈরী করা হয় সেখানে। সেই অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..