এবার দিনাজপুর ডিসির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

এবার দিনাজপুর ডিসির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : জামালপুরের জেলা প্রশাসকের সেই নারী কেলেঙ্কারি ঘটনা এখনও ম্লান হয় নি। এরই মধ্যে আরেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। এবার অভিযোগ উঠেছে দিনাজপুরের জেলা প্রশাসকের দিকে।

Manual8 Ad Code

সম্প্রতি ভিডিও বার্তায় নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম নাকি নানা প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে তার সংসার ভেঙে গেছে। এ ঘটনা জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ ওই নারীর।

Manual3 Ad Code

ভাইরাল ভিডিওটিতে ওই নারীর দাবি, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে সতর্কতা হিসেবে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম।

Manual5 Ad Code

জানা গেছে, দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী। তার সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হন নি তিনি। কথা বলতে চান নি তার পরিবারের সদস্যরাও।

তবে ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিয়ে তদন্ত করে গেছেন। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত বা ব্যবস্থা নেবেন।

Manual6 Ad Code

এদিকে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..