সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি :: জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মঙ্গলবার কানাইঘাট পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে কেএইচএম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে খাজা শামীম আহমদ শাহীন নির্বাচিত হয়েছেন। সম্মেলনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ›িদ্বতা করেন। কাউন্সিলে ১৯১ জন ভোটারের মধ্যে ১৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কানাইঘাট আওয়ামীলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোহাম্মদ আলী দুলাল। পরোক্ষ ভোটে সভাপতি পদে পৌর আওয়ামীলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহŸায়ক কেএইচএম আব্দুল্লাহ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম অপর সভাপতি প্রার্থী চিত্রশিল্পী ভানু লাল দাস পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা খাজা শামীম আহমদ শাহীন পেয়েছেন ৯০ ভোট। তার নিকটতম অপর দুই প্রার্থী খলিলুর রহমান ৮৩ ও আজমল হোসেন ১৭ ভোট পেয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd