গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা

Manual1 Ad Code

ছাত‌কে গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবিতে এলাকাবা‌সির আ‌য়ো‌জিত এক মতবিনিময় সভা গত শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার নগর ভবনে দ‌ক্ষিন খুরমা ইউ‌নিয়‌নে সালিশী ব্যক্তিত্ব  সমাজ‌সেবক শামসুল ইসলামের  সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে ।

Manual8 Ad Code

গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন ও প্রচার কমিটির আহবায়ক আবুল লেইছ মোহাম্মদ কাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রইছ আলী, সমাজ সেবক মুহিবুর রহমান শান্তি মিয়া, সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, মাষ্টার লতিফুর রহমান, জোয়াদ উল্ল্যাহ, আবুল হোসেন, আব্দুল সালাম, কাজী মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আখতার আহমদ, জাতীয়কাব্যকথা সা‌হিত্য প‌রিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্র‌তিষ্টাতা সভাপ‌তি ও ছাতক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, শিক্ষক নাসির উদ্দিন, শিক্ষক জয়নাল আবেদীন, সহকা‌রি শিক্ষক স‌মি‌তি নেতা পংকজ দত্ত, ইউপি সদস্য আলকাব আলী, সুরেতাজ আহমদ, আনছার আলী, সাবেক মেম্বার দিল হোসেন, মুহিবুর রহমান, এডভোকেট মাসুম আহমদ, আবু বকর রাজা, আমিনুল ইসলাম বকুল, মাওলানা হোসাইন আহমদ, নিজাম উদ্দিন, আশরাফুর রহমান এনাম, আঙ্গুর আলম, মঞ্জুর আলম, সাংবাদিক অলিউর রহমান অলি, জসিম উদ্দিন, ইব্রাহিম আলী, আবুল কাসেম, আনোয়ার হোসেন, আশরাফুর রহমান, আব্দুস সালাম,হাসান আহমদ ও ম‌নির মিয়া। এসময় অনুষ্টা‌নে উপ‌স্থিত ছি‌লেন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শ্রমিক ও বি‌ভিন্ন সংস্থার সংগঠনসহ এলাকার ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

মত‌বি‌নিময় সভায় বক্তারা ব‌লেন,সুনামগঞ্জ জেলার শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলা ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানকার অঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে “গো‌বিন্দগঞ্জ উপজেলা’ নামে স্বতন্ত্র উপজেলা গঠনের বিষয়টি এখানকার মানুষের দীর্ঘদিনের দাবী ক‌রে আস‌ছে । এ দাবী আদায়ের লক্ষ্যে গো‌বিন্দগঞ্জবাসী ইতোমধ্যে গো‌বিন্দগঞ্জ নগর ভব‌নে পৃথক পৃথক ভা‌বে বিভিন্ন ব্যানারে দীর্ঘদিন যাবত গ্রাম পাড়া মহল্লায়  মিটিং-সভা-মত‌বি‌নিময়, সহ বিভিন্ন সামাজিক আন্দোলন চালিয়ে আসছে।গো‌বিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবী উল্লেখ করে বক্তারা এ দাবী বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবা‌সি।

Manual1 Ad Code

এছাড়া গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, দোলারবাজার, উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার জনগণের প্রা‌নের দাবি। এসব ইউনিয়ন নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই লাঘব হবে বলে এমনটাই মনে করছেন এলাকাবাসীর জনসাধা‌রন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..