জৈন্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

জৈন্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Manual7 Ad Code

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক সন্ত্রাস জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হল। ২৬ অক্টোবর শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে র‌্যালী শেষে আলোচনা সভায় কমিউনিটি পুলিশের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার অফিসার এস.আই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজনের পরিচালনায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক। নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর মডেল থানার এস.আই মাহবুব প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়া র‌্যালীতে অংশ গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মুফিজুর রহমান চৌধুরী, সহকারি অধ্যাপক কামরুল আহমদ শেরগোল, খসরু নোমান, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রব, আ.লীগ নেতা আলকাছ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাভাপতি ময়নুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, সদস্য শোয়েব উদ্দিন, শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল প্রমুখ।

Manual4 Ad Code

প্রধান আলোচকের বক্তব্যে অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়। আজ সেই ধারনা পাল্টে গেছে। দেশ রতœ, উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা, বিশ্বের নারী নেতৃত্বের অহংঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছে। ফলশ্রæতিতে আমি বলতে পারি অপরাধ দমনে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনসাধারন পুলিশের কাজে এগিয়ে এসেছে নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..