জাফলংয়ে ৪ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

জাফলংয়ে ৪ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

Manual6 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে চারদিন ধরে সুমাইয়া আক্তার নামের এক পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। সে উপজেলার নলজুড়ি গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে ও নলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সুমাইয়া এবারের পিএসসি পরীক্ষায় নলজুরী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়ার কথা রয়েছে। পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তার বাবা গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

Manual2 Ad Code

নিখোঁজের পরিবার ও ডায়েরী সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৯টায় সুমাইয়া পিএসসির কোচিং ক্লাসে অংশ নিতে নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ ওই শিক্ষার্থীকে খোঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..