সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জগজি চন্দ্র পাল (৩৫)। বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেল সেতুর দক্ষিণ পাশ থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত জগজিশ চন্দ্র পাল লাকসাম নির্নাণাধীন রেলপথের রেলওয়ে তমা কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিক ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র পালের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস যুগান্তরকে জানান, গঙ্গাসাগর রেলব্রিজ পার হতে গিয়ে রাতে এ পথে চলাচলকারী কোনো এক অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd