বিশ্বনাথে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের পাঁচদফা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

বিশ্বনাথে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের পাঁচদফা দাবিতে মানববন্ধন

Manual3 Ad Code

সিলেটের বিশ্বনাথে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর সদস্যরা চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন করেছেন।

Manual1 Ad Code

শনিবার দুপুরে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা তাদের পাঁচদফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-সরকারি নতুন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনকে (ফারিয়া) সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটির বিধান।

Manual7 Ad Code

মানববন্ধনে ফারিয়ার বিশ্বনাথ শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলীমুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদকক শওকত হোসেন, সংগঠন নেতা সাইদুর রহমান, রাজিব মিয়া, কাজী শাহাব উদ্দিন, রাসেদ আহমদ, ফারুক আহমদ, আবুল হাসনাত। এসময় উপস্থিত ছিলেন, পারভেজ আহমদ, বিদ্যুৎ, রিয়াজ, আনোয়ার, নাজমুল, হানিফ, নজরুল, রাসেল, আতাউর রহমান, নূরে আলম, ফখরুল ইসলাম, নাসিম উদ্দিন প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..