জৈন্তাপুরে লালাখাল সীমান্ত হতে ৭০কাটুন হরলিক্স আটক করেছে বিজিবি

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

জৈন্তাপুরে লালাখাল সীমান্ত হতে ৭০কাটুন হরলিক্স আটক করেছে বিজিবি

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত হতে ৭০ কাটুন ভারতীয় হরলিক্স আটক করেছে ১৯বিজিবি’র লালাখাল ক্যাম্প।

Manual7 Ad Code

এলাকাবাসী জানাযায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বিজিবি দুপুর জানতে পারে লালাখাল সীমান্ত এলাকাদিয়ে রড় ধরনের ভারতীয় হরলিক্সের চালান বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি হরলিক্সের চালান আটকের অভিযানে নামে। দির্ঘ ৩ঘন্টা অভিযানের পর লালাখাল চা-বাগান রবই বাগান (কুল বাগান) এলাকায় হতে ১৯অক্টোবর বিকাল সাড়ে ৩টায় ১৯বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম ৭০কাটুন হরলিক্স আটক করেছে বলে জানায় এলাকাবাসী।

Manual7 Ad Code

এলাকাবাসী আরও জানায় হরলিক্সের চালানটি চেরাকারবারী দলের অন্যতম সদস্য হরিপুর উপর শ্যামপুর গ্রামের বাসিন্ধা বহিস্কৃত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, লালাগ্রামের ফয়সল আহমদ ও লালা গ্রামের আসান মিয়ার। তবে বিজিবির উপস্থিতিটের পেয়ে চেরাকারবারী দলের সদস্যরা হরলিক্স ফেলে পালিয়ে যায়। বিজিবি পরিত্যাক্ত অবস্থায় তা উদ্ধার করে।

এবিষয়ে জানতে ১৯ বিজিবি’র সিও লে. কর্ণেল আবু সাইদ আটকের কথা স্বীকার করে প্রতিবেদককে জানান- আমরা পরিত্যাক্ত অবস্থায় হরলিক্সের বড় চালান ধরা পড়েছে। সটিক কত কাটুন আটক করা হয়েছে এখন বলা যাচ্ছে না আমরা গননা করে জানাব।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..