বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো কাউন্সিলর আফতাব ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো কাউন্সিলর আফতাব ফুটবল টুর্নামেন্ট

Manual5 Ad Code

হাজারো ক্রীড়ামোদী দর্শকের মুখোর উপস্থিতির মাঝে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো শুরু হয়েছে কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট।

Manual5 Ad Code

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯ টায় নগরীর জালালাবাদ মাঠে এর উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রবর্তক সিলেট সিটি কর্পোরেশনের ৭ ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান।

Manual7 Ad Code

ক্রীড়াব্যাক্তিত্ব ও সমাজসেবী ললি­ক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও নওশেরান চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ সভাপতি বিধান কৃষ্ণ দাশ সরকার, এয়ারপোর্ট থানার ওসি সাহাদাত হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা নাজিম উদ্দিন আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিবুর রহমান মালদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ ফয়সল, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, সিলেট ভয়েস ডট কম-এর সম্পাদক সৈয়দ রাসেল।

এছাড়া উপস্থিত ছিলেন- সমাজসেবক দুদু মিয়া, আব্দুল খালিক, ইকবাল হোসন, আব্দুল হাসেম, এনামুল হক তিনু, আবুল কালাম, আমির হোসেন চৌধুরী, রুহেন আহমদ, সাইফুল আলম স্বপন, সায়েক আহমদ প্রমুখ।

টুর্নামেন্টের প্রথম খেলায় সোনালি অতীত ফুটবল ক্লাব, দুবাগ-বিয়ানীবাজারকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে আরাফাত একাদশ, বাদাম বাগিচা।
দ্বিতীয় খেলায় জিসান স্পোর্টিং ক্লাব, কাজলশাহকে হারিয়ে জয়লাভ করে জালালাবাদ এফসি (এ)। এছাড়া প্রথম দিনের শেষ খেলায় মারজান একাদশ পশ্চিম পীর মহল­াকে ১-০ গোলে হারিয়ে জয়ের সাধ নেয় একই এলাকার ফুটবল টিম বন্ধু একাদশ।

খেলার ধারাভাষ্যে ছিলেন- সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সভাপতি দিলওয়ার আহমদ, সাধারণ সম্পাদক কামরান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। এছাড়া রেফারির দায়িত্ব পালন করেন হাসান আলী বাদশা।

Manual3 Ad Code

১৯ অক্টোবর খেলা : টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মোট দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় আমিরগঞ্জ ফুটবল একাদশের মুখোমুখি হবে জয়বাংলা স্পোর্টিং ক্লাব, বাগবাড়ি ও ওপর খেলায় জাঙ্গাইল, উমাইরগাঁও এর মোকাবেলা করবে ফ্রেন্ড স্টাফ, মেজরটিলা। প্রতিদিন মাঠে উপস্থিত থেকে সকল খেলা উপভোগ করতে ক্রীড়ামোদী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ৭ ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..