গোয়াইনঘাটে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

গোয়াইনঘাটে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগ

Manual1 Ad Code

সিলেটের গোয়াইনঘাটের উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুকুল খানমের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দুর্গাপূজায় দায়িত্বপালনকারী আনসার সদস্যদের ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকে একই উপজেলার নাগরিক হয়ে তিনি আনসার সদস্য এবং অফিসের বিভিন্ন প্রকল্পের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগও রয়েছে। বিক্ষুব্ধ আনসার সদস্যরা প্রতিকার চেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Manual1 Ad Code

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত আনসার ভিডিপি সদস্যরা অভিযোগ করেন তারা সঠিকভাবে তাদের ওপর দায়িত্ব পালন করলেও প্রাপ্য ভাতা পাননি। তাদের জন্য বরাদ্দকৃত টাকা থেকে একটি অংশ কেটে তা আত্মসাৎ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুকুল খানম। অভিযোগে তারা আরো জানান, বিগত দিনের সবকটি নির্বাচনে দায়িত্ব পালন করেও তারা পুরো ভাতার টাকা পাননি। এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুকুল খানমের দ্বারস্ত হলে আনসার সদস্যদের তিনি ভয়ভীতি প্রদর্শন করেন। স্মারকলিপিতে তারা জানান, সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজায় পিসি, এপিসিরা ২৬৭৫ টাকা, সদস্যরা ২৩৭৫ টাকা হারে ভাতা পাওয়ার কথা ছিল।

Manual4 Ad Code

কিন্তু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাদেরকে মাত্র ১হাজার ৫শ’ টাকা নিয়ে রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর দেয়ার জন্য অনুরোধ করেন। তারা ভাতার টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন। গোয়াইনঘাট আনসার ভিডিপি সদস্য উসমান, আমির হোসেন, আব্দুল করিমসহ আনসার ভিডিপি সদস্যরা জানান- উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুকুল খানম দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বিভিন্ন ভাতা এবং আনুষাঙ্গিক কোনো বরাদ্দ আসলে সেখান থেকে টাকা আত্মসাৎ করেন। নিজ উপজেলায় চাকরি করার সুবাদে বেপরোয়া দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত এই আনসার ভিডিপি কর্মকর্তা মুকুল খানমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Manual3 Ad Code

এ ব্যাপারে কথা হলে উপজেলা আনসার ভিডিপি কর্র্মকর্তা মুকুল খানম তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে জানান। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুকুল খানমের বিরুদ্ধে আনসার সদস্যদের ভাতার টাকা আত্মসাতের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..