শাহ আরেফিন টিলায় অভিযান: ৭৫ লক্ষ টাকার বোমা মেশিন ধ্বংস

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

শাহ আরেফিন টিলায় অভিযান: ৭৫ লক্ষ টাকার বোমা মেশিন ধ্বংস

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিনটিলায় টাস্কফোর্সের অভিযানে ৭৫ লক্ষ টাকার বোমামেশিনের সরঞ্জাম ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত টানা ৫ ঘন্টা এ অভিযান চলে। জেলা প্রশাসক সিলেট এর নির্দেশে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

Manual3 Ad Code

অভিযানে ২২ টি সেলো মেশিন, ২টি বোমা মেশিন, ১টি ট্রাক্টর ও ২টি বোমা মেশিন জব্দ করা হয়।  এছাড়াও ১৬টি পাথর বাহী ট্রাক্টর এর চাকা, ৪ হাজার ফুট পাইপ ও ১২টি তেলের ড্রাম ধ্বংস করা হয়। টাস্কফোর্সের অভিযানে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামসহ পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী জানান, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এক শ্রেণীর পাথরখেকোরা শাহ আরফিন টিলায় বোমামেশিন দিয়ে পরিবেশ ধ্বংস করছে। যার কারনে আজ টাস্কফোর্সের অভিযানে আনুমানিক প্রায় ৭৫ লক্ষ টাকার পরিবেশ বিধ্বংসী বোমামেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..