শাকিব খানকে টেক্কা দিতে চাই: হিরো আলম

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

শাকিব খানকে টেক্কা দিতে চাই: হিরো আলম

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। মিউজিক ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এবার নিজের প্রযোজনায় নির্মাণ করছেন ‘সাহসী হিরো আলম’ নামে চলচ্চিত্র। এই সিনেমার মাধ্যমে দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকে টেক্কা দিতে চান তিনি।

সিনেমার গল্প প্রসঙ্গে হিরো আলম ক্রাইম সিলেটকে বলেন, ‘‘আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না! তাই সিনেমার নাম ‘সাহসী হিরো আলম’ রেখেছি। আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।’’’

Manual1 Ad Code

হিরো আলম রাইজিংবিডিকে আরো বলেন, ‘নিজের প্রযোজনায় সিনেমা নির্মাণ করছি। এরই মধ্যে শুটিং শেষ। এখন ডাবিং করছি। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দিব। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করব। সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চাই। যেহেতু আমার জনপ্রিয়তা রয়েছে। দেশের যত মানুষ শাকিব খানকে চিনেন আমাকে তার চেয়ে বেশি মানুষ চিনেন। এছাড়া বিদেশেও আমার পরিচিতি রয়েছে। শাকিব খান একচেটিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। শাকিব খানকে টেক্কা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করতে চাই। মানুষ আশা করতেই পারে। আমিও আশা করি- শাকিব খানের মতো আমারও একটা অবস্থান তৈরি হোক।’

Manual8 Ad Code

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নেমেছেন হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বর্তমানে জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি আবারো নির্বাচন করব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত সময় কাটছে।’

Manual6 Ad Code

‘সাহসী হিরো আলম’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন— সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। গাজীপুর, পুবাইল, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়ায় আলোচনায় উঠে আসেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে ওঠেন। ‘মার ছক্কা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান এই অভিনেতা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..