আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে দুই মন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে দুই মন্ত্রীর বৈঠক

Manual1 Ad Code

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ করতে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলির সঙ্গে বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি ডায়লগের একপর্যায়ে বৈঠক করেন তারা।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুদেশের মন্ত্রীরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সুসংহতকরণ ও সম্প্রসারণের বিষয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ ছাড়া তারা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশের কর্মীদের স্বার্থ, নিরাপত্তা ও বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেছেন।

Manual5 Ad Code

বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপপ্রধান শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এর আগে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাস আল খাইমার ইকোনমিক জোনের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাকর আম কাসিমী।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..