জৈন্তাপুর সীমান্তে টান টান উত্তেজনা: বাংলাদেশীসহ শতাধিক গরু নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

জৈন্তাপুর সীমান্তে টান টান উত্তেজনা: বাংলাদেশীসহ শতাধিক গরু নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা

Manual3 Ad Code

সিলট জৈন্তাপুর টিপরাখলা সীমান্ত থেকে ১ব্যক্তি সহ শতাধিক গরু ধরে নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা। সীমান্তে দু-দেশের নাগরিকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Manual8 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১২অক্টোবর জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্তের বাসিন্ধা হারিছ উদ্দিনের ছেলে ১সন্তানের জনক ফিরোজ মিয়া(৩৮) ভারতের এসপিটিলা এলাকার হেওয়াইবস্তির বাসিন্ধা চংকর খাসিয়া’র স্ত্রী ৫সন্তানের জননীকে প্রেমের সুবাধে বাংলাদেশে নিয়ে এসে আত্মগোপনে চলে যায়। এঘটনাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর সীমান্তের ১২৮৮নং আন্তর্জাতিক পিলার এলাকায় দু’দেশের পতাকা বৈঠক হয় এবং বৈঠকে ২দিনের মধ্যে ভারতীয় নারীকে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও ফিরোজসহ তার প্রেমিকাকে কোথাও খুজে পাওয়া না যাওয়ায় ফেরত দেওয়া সম্ভব হয়নি। ফিরোজের পরিবারের সাথে বিষয়টি নিয়ে আলাপকালে তারা জানায় ঘটনার দিন হতে আমরা তাকে কোথায় খুজে পাচ্ছিনা। সে বাংলাদেশে না অন্য কোথাও আছে আমাদের জানা নেই।

২দিন পেরিয়ে যাওয়ার পর ভারতীয় নারীকে ফেরত না দেওয়ায় ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় ১২৮৮নং আন্তর্জাতিক পিলারের ৩এস পিলার হতে ৬এস পিলার এলাকা দিয়ে ভারতীয় হেওয়াই বস্তির খাসিয়ারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে টিপরাখলা গ্রামের তজম্মুল আলীর ছেলে আব্দুন নুর(৪৫) সহ প্রায় শতাধিক গরু ধরে নিয়ে যায় সীমান্তে অপারে। এদিকে ভারতীয় খাসিয়ারা বাংলাদেশী নাগরিক সহ গরু ধরে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ১৯বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির, নিজপাট ইউপির সদস্য মনসুর আহমদ, আব্দুল হালিম। অপরদিকে গরু ধরে নিয়ে যাওয়া এবং নারীকে ফিরিয়ে না দেওয়াকে কেন্দ্র করে জৈন্তাপুরের টিপরাখলা সীমান্তে দু-দেশের নাগরিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে¡ উত্তেজনা চরম আকার ধারন করার সম্ভাবনা রয়েছে।

Manual3 Ad Code

এ ব্যপারে ১৯বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির বলেন, আমি ১২ অক্টোবরের ঘটনার পর ভারতীয় বিএসএফ’এর মধ্যস্থতায় খাসিয়াদের সাথে আলাপকরে ২দিনের মধ্যে ভারতীয় নারীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেই। তারা আমাদের কথা গুরুত্বের সাথে আমলে নেয়। কিন্তু ফিরোজের পরিবার আমাদের কথা না রাখায় ভারতীয় খাসিয়ারা উত্তেজিত হয়ে বাংলাদেশে সীমান্তে প্রবেশ করে আব্দুন নুর সহ বেশ কিছু গরু ধরে নিয়ে যায়। আমি বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। খাসিয়ারা বাংলাদেশীদের গরু ধরে নিতে না পারে সে জন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..