বিশ্বনাথে আলোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

বিশ্বনাথে আলোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Manual2 Ad Code
বিশ্বনাথে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি ফয়জুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিলেট জেলার দক্ষিণ সুরমার উপজেলার তেতলী ইউনিয়নের চেরাগী গ্রামের আবদুল মন্নানের ছেলে। সোমবার গভীর রাতে আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, দলবদ্ধ ধর্ষণের অপমান ভুলতে পপি বেগম (১৯) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। দাফনের দুই দিন পর পপির ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে একটি চিরকুট (সুইসাইড নোট) থেকে এ তথ্য মিলেছে। পপি উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের শুকুর আলীর মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে নিজের বসত ঘর থেকে পপির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পপির বাবা গতকাল সোমবার রাতে চারজনকে আসামি করে বিশ্বনাথ থানায় গণধর্ষণ মামলা করেন।
গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করার সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..