সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বনপুর গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার থানায় ৫ জনকে আসামী করে এজাহার দাখিল করা হয়েছে। গত সোমবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় এক অসহায় দিন মজুরের কন্যা।
শিশুটির মামা ফকির আলি সাংবাদিকদের জানান, গত সোমবার রাতে আমার বোনের মেয়ে বাড়ির পাশে খেলছিল। সেখান থেকে প্রতিবেশী বনপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র আব্দুর রউফ (১৮) তাকে জোর করে তার বাড়ির পার্শ্বে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। পরে সে বাড়িতে এসে আমাদের বিষয়টি জানায়। আমার বোন ও ভগ্নীপতি গরিব হওয়ায় আমাদের বাড়িতে থেকে দিন মজুরের কাজ করে। আমরা বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা বিষয়টি গোপনে নিষ্পত্তি করার আশ্বাস দেন। আমরা গরিব মানুষ বিধায় টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছিনা। স্থানীয় মুরুব্বিরাও বিচার না করায় আইনের আশ্রয় নিয়েছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘শিশুটিকে ধর্ষণের অভিযোগে আমরা পেয়েছি। প্রকৃত ঘটনা জানার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd