বিশ্বনাথ- জগন্নাথপুর সড়কে বেহাল দশা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯

বিশ্বনাথ- জগন্নাথপুর সড়কে বেহাল দশা

Manual4 Ad Code
বিশ্বনাথ  জগন্নাথপুর- সড়কের বড় বড় গর্তে প্রায় প্রতিদিনই যানবাহন ধেবে আটকে যাওয়ায় দীর্ঘ যানজটে পড়ে যাত্রীসাধারণের। আর ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই বড় বড় গর্তে গাড়ি ধেবে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
আজ দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ যেন নির্বিকার। বড় বড় গর্ত মেরামতের জন্য সম্প্রতি ১৩লক্ষ টাকা বরাদ্দ করা হলেও নাম মাত্র কাজ করে অধিকাংশ টাকা লুটপাট করা হয়েছে।
আজ দুপুরে সরজমিনে  জগন্নাথপুর  সড়কের চানসির কাপন এলাকায় সড়ক ভাঙনের বিরাট গর্তে পড়ে ধেবে আটকে যায় একটি সিএনজি।
যে কারণে দূরপাল্লার যাত্রীসাধারণ অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন। এ এলাকার যাত্রী সাধারণের চরম দুর্ভোগে পড়েছেন।
এছাড়া গত প্রায় ২ বছর ধরে জগন্নাথপুর-সিলেট সড়কটি বেহাল দশায় পরিণত হয়। বেহাল সড়কে বড় বড় গর্ত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই এসব গর্তে ভারি যানবাহন ধেবে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক আন্দোলন করেও কাজ হচ্ছে না। এ সড়কে গাড়ি চালাতে গিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকেন চালকরা। কখন ঘটে দুর্ঘটনা। যাত্রীসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভোগান্তির শেষ কোথায় কেউ জানেন না।
কর্তৃপক্ষ বারবার আশার বাণী শোনালেও বাস্তবে সড়কে টেকসই মেরামত কাজ হচ্ছে না। শুধু ভাঙনের গর্তে সামান্য জোড়াতালির কাজ করে কোন রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়। কয়েকদিন পর আবারো বড় বড় গর্তের সৃষ্টি হয়।
এভাবেই চলছে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক যোগাযোগ ব্যবস্থা। নিজ চোখে না দেখলে কেউ বুঝবেনা এটা সড়ক না মরণ ফাঁদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..